রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৩:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কে.বি. আমান আলী রোডের আতুরার দোকানস্থ লালার বাপের বাড়ীর হযরত সৈয়দ শাহসুফি আবদুল হাকিম শাহ (রা:) এর বার্ষিক ওরশ শরীফ পালিত হয়েছে।
মঙ্গলবার ২৪ নভেম্বর অনুষ্ঠিত ওরশ উপলক্ষে এতিম, ফকির, মিছকিনসহ সাধারণ মানুষকে মেজবানী তবরুক খাওয়ান হযরত শাহসুফি সৈয়দ আবদুল হাকিম শাহ (রা:) এর অন্যতম ভক্ত সৈয়দ গোলাম মর্তুজা খান সাহেদ ও মো: আমির।
ওরশ উপলক্ষে ঐদিন দুপুরে ১নং চকবাজারস্থ সৈয়দ বাড়ীতে এই মেজবানের আয়োজন করা হয়। এ সময় প্রধান মেহমান ছিলেন শাহজাদা হযরত সৈয়দ আব্দুন নুর শাহ (রা:)।
প্রথমে এতিম খানার এতিম শিশুদের তবরুক গ্রহনের মাধ্যমে খাবার পর্ব শুরু হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে সবাই মাটির বাসনে করে খাবার গ্রহন করে। পানির জন্য ছিলো মাটির কলসি ও মাটির গ্লাস ।
সার্বিক তত্বাবধানে ছিলেন আলহাজ্ব সৈয়দ শাহজাহান খান, সৈয়দ ওয়ালিদ খান, সৈয়দ আবরার খান, সামির মো: গিয়াস উদ্দিন ও মো:নুরু ইসলাম সাগর প্রমুখ।
Leave a Reply