শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৩:৫৪ অপরাহ্ন
এস.ডি.জীবনঃ নগরীর বিভিন্ন এলাকায় তুলনামূলক অস্বচ্ছল ব্যক্তিদের ব্যবহারের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী।
২৬ মার্চ বৃহস্পতিবার বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমর্থকদের হাতে তিনি এসব সামগ্রী তুলে দেন। তার বহরদার হাটস্থ বাসভবনের সামনে স্বাস্থ্য সামগ্রী তুলে দেয়ার সময় এ ধারা অব্যাহত থাকবে জানান তিনি। অতিরিক্ত লোকসমাগম না ঘটিয়ে ঝুঁকিমুক্ত উপায়ে চাহিদা সম্পন্নদের হাতে এসব সামগ্রী পৌঁছে দিতে কর্মীদের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এ সময় তিনি সকলকে বার বার সাবান পানি দিয়ে ভালমত হাত পরিস্কার ও প্রয়োজনে হ্যান্ড গ্লাবস পরিধানের পরামর্শ দিয়ে বলেন, দ্রুত সংক্রমনশীল এ করোনা ভাইরাসের সংক্রমন রোধ করতে আমাদেরকে অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের স্বাস্থ্য বিধি কঠোরভাবে অনুশীলন করতে হবে।
মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশমাতার স্বাধীনতার প্রয়োজনে ৭১ সালে আমরা প্রানপণ লড়াইয়ে অবতীর্ণ হয়ে বিজয় অর্জন করেছি। জাতীয় এ দুর্যোগে আমি আমার সামর্থ্যের সব টুকু দিয়ে নগরবাসী পাশে থাকতে প্রস্তুত আছি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, করোনা প্রতিরোধ আমাদের জন্য একটা যুদ্ধ। সকলের সচেতনতায় এ যুদ্ধে জয়ী হতে হবে। সচেতনা ও সতর্ক থেকে কিছুদিন সামাজিক সংসর্গ এড়িয়ে চললে আমরা অবশ্যই এ প্রতিরোধ যুদ্ধে জয়ী হতে পারব।
Leave a Reply