রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৩:২২ অপরাহ্ন
কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলী উপজেলা শিকলবাহায় অবিস্থিত সাউথ চট্টগ্রাম হসপিটাল এমডি কে নিয়ে বিভিন্ন সময় বহু ঘটনা বহু রটনা, কিছু সত্য কিছু অসত্য। এরপরেও সবকিছুকে পেছনে পেলে এবার সাউথ চট্টগ্রাম হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ নিলেন মােহাম্মদ ওমর ফারুক।
গত ২৫ এপ্রিল কর্ণফুলীর কলেজবাজারে অবস্থিত সাউথ চট্টগ্রাম হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক লিমিটেড হাসপাতালের চেয়ারম্যান বরাবর এই পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করলেন, ব্যক্তিগত ব্যবসা ও পারিবারিক সমস্যার কারণে উনার উপর অর্পিত দারিত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না বিধায় হসপিটালের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন। এর বাড়ি বাঁশখালী উপজেলার শেখেরখীল মৌলভী বাজারের তালুকদার বাড়ি।
প্রসঙ্গত, সদ্য পদত্যাগকারী মােহাম্মদ ওমর ফারুক গত ১৯.০১.২০১৯ থেকে ২৫.০৭.২০২০ পর্যন্ত সাউথ চট্টগ্রাম হসপিটালের দায়িত্বে ছিলেন। সেই ব্যাপারে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সত্যতা পাওয়া যায় এবং হসপিটাল কর্তৃপক্ষ ওমর ফারুক এর সাথে হসপিটাল সংক্রান্ত কোন আর্থিক ও যে কোন লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ।
যদি কেউ করে তাহলে তার দায়-দায়িত্ব সাউথ চট্টগ্রাম হসপিটাল কর্তৃপক্ষ নিবে না।
Leave a Reply