রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৩:০৩ অপরাহ্ন
চাটগাঁ সময়: প্রাচীনকালে যে সন্দ্বীপ ছিলো জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত। যুগের আধুনিকায়নেও সেই সন্দ্বীপ টু চট্টগ্রাম পারাপারে পোহাতে হয় নানা বিড়ম্বনা। প্রায় সাড়ে চার লক্ষের অধিক সন্দ্বীপবাসীকে প্রবাস যাত্রা, চাকুরীতে যোগদান, শিক্ষা, চিকিৎসাসহ ব্যবসা বাণিজ্যের কাজে প্রতিনিয়ত সাগড় পাড়ি দিয়ে চট্টগ্রাম আসতে হয়।
সাতটি ফেরীঘাট থাকলেও বেশিরভাগ যাত্রী পারাপার হয় কুমিরা-গুপ্তছড়া ঘাট দিয়ে।কিন্তু যাত্রীদের টিকেট ব্যবস্হাপনায় নেই কোন নিয়ম শৃঙ্খলা। ২০১৭ সালের ২রা এপ্রিল লালবোটে ১৮জন প্রাণহানির পরেও বন্ধ হয়নি বকশিসের নামে চাঁদাবাজি। নেই কোন সরকারি কোন নৌযান। যা আছে লক্কর-ঝক্কর ইঞ্জিন মাঝপথেই বিকল হয়ে যায় প্রায়। আবার রোগীদের জন্য একটি সী অ্যাম্বুলেন্স থাকলেও তা একদিনের জন্যও ব্যবহার হতে দেখা যায়নি।
তাই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নৌখাতের সর্বাধিক উপযুক্ত ব্যবহারে নৌ-মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক- আবদুস সামাদ রিফাত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সন্দ্বীপ, চট্টগ্রাম।
Leave a Reply