শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৩:২১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পারিবারিক কলহে জেরে বিষপানে সুমিয় ত্রিপুরা (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে সাজেকের দুর্গম ওলংকর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শুক্রবার ভোরে পারিবারিক কলহে জেরে নিজ ঘরে বিষপানে আত্মহত্যা করে সুমিয় ত্রিপুরা। তিনি সাজেকের দুর্গম ওলংকর এলাকার নরেন্দ্র ত্রিপুরা ছেলে বলে জানা গেছে।
এবিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে মরদেহ উদ্ধারের পর জানা যাবে বলে তিনি জানান।
Leave a Reply