শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৯:১১ অপরাহ্ন
মহিউদ্দীন কুতুবী। কুতুবদিয়া: সারাদেশে মহামারি করোনা ভাইরাস ঠেকাতে দেশকে লকডাইনের আওতায় আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপও লকডাউন আওতায় রয়েছে।
এ এলাকার শ্রমজীবি মানুষের খাদ্য সংকট মোকাবেলায় কুতুবদিয়া থানা পুলিশ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে শ্রমহীন পরিবারের মাঝে পৌছে দিচ্ছে। কুতুবদিয়া থানায় কর্মরত পুলিশের মাসিক বেতনের তিন দিনের বেতন এবং স্থানীয় স্বচ্ছল ব্যাক্তিদের অনুদানে ফান্ডগঠন করে রিক্সাশ্রমিক,টেম্পু শ্রমিক ও শ্রমজীবি কর্মহীন মানুষের পরিবারে খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য সামগ্রী পৌছে দেয়ার উদ্যোগ হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় কুতুবদিয়া থানা পুলিশ মঙ্গলবার (৩১মার্চ) ধুরুং বাজার,তার আশপাশে, উত্তর ধুরুং আকবর বলী ঘাট এলাকায়, লেমশীখালী চৌমুহনী এলাকায় ও তার আশপাশে, বড়ঘোপ মগডেইল, বিদ্যুৎ মার্কেট জেলেপাড়া এলাকায় হতদরিদ্র, শ্রমহীন রিক্সাচালক, টেম্পু চালক, দিনমজুর মানুষের ঘরে ঘরে গিয়ে পুলিশ প্রায় ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করে।
প্রতি প্যাকেটে চাল,ডাল,আলু,সোয়াবিন তৈল,সাবান রয়েছে। লকডাউন অবস্থায় কর্মহীন মানুষের পাশে থাকার অঙ্গিকার করেন কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস।
আরো পড়ুন: সংকটকালে বিত্তবানরা মানবিকতার পরীক্ষায় সাড়া দিন : রেজাউল করিম চৌধুরী
তিনি আরো জানান, করোনা ভাইরাস রোগের সতর্ক বার্তা নিয়ে পুলিশ প্রত্যেক মানুষের দোরগোডায় পৌঁছে দিয়ে যাচ্ছে। এ কার্যক্রম অব্যহত রয়েছে। এছাড়াও দ্বীপের শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে আর্থিক সংকটে অনাহারে থাকলে পুলিশ কন্টোল রুম ০১৮৪৩৩৩৩১৪৪ ফোন নাম্বারে কল করলে পুলিশ তদন্তপূর্বক খাদ্য সামগ্রী পৌছে দেবে বলে জানান।
এছাড়াও প্রতিনিয়তই করোনা ভাইরাস সতর্কবার্তা লিফলেট হোম কোয়ারান্টাইনে থাকা ব্যাক্তিদের নজরদারী, হাট বাজার, দোকানে সমাগম দূরত্ব ও শৃংখলা বজায় রেখে চলার সতর্ক বার্তার কাজ করছে। স্থানীয় কমিউনিটি ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে করোনা ভাইরাস নিয়ন্ত্রনের লক্ষে লকডাউন কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply