শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০২:৫০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: যখন চারিদিকে করোনার খারাপ খবর। তখন দুই একটা মন ভালো করা খবরও নজরে আসছে। এবার যেমন করোনার জন্যে আইসোলেশন ওয়ার্ডে গিয়েই এক তরুণ-তরুণী তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন। ঘটনাটি ঘটেছে দেশের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়।
করোনার জন্যে সেখানে তৈরি আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা এক তরুণ ও তরুণীর মধ্যে হয়ে গেল প্রেমের সম্পর্ক। তাদের সেখানে আনা হয়েছিল করোনাভাইরাসের চিকিৎসার জন্য।
বিজ্ঞাপন : করোনা থেকে সুরক্ষা পেতে এটা আপনার দরকার হতে পারে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন :
জানা গেছে, অনেকবার নিষেধ করার পরও আইসোলেশনে থাকা ওই তরুণ ও তরুণী তাদের নিজ নিজ তলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলতেন কয়েকদিন।
এরপরই দু’জন বুঝতে পারেন মনের মানুষ তারা খুঁজে পেয়েছেন ভাইরাসের সঙ্গে যুদ্ধযুদ্ধ করতে-করতেই। এরপর দুজন সুস্থ হলে তাদের ছেড়ে দেওয়া হলে দু’জনেই ঠিক করেন আর দেরি নয়, এবার সেরে ফেলতে হবে বিয়ে। সেই মোতাবেক তারা ঘরোয়াভাবে বিয়েও করেছেন বলে জানা গেছে।
জীবনযুদ্ধে গিয়ে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে পারার জন্যে খুশি দু’জনেই।
Leave a Reply