বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৬:১৫ অপরাহ্ন
এস.ডি.জীবনঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীকে সংবর্ধিত করেছে আওয়ামী আইনজীবি পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমম্বয় পরিষদ- চট্টগ্রাম।
বুধবার ৩ ফেব্রুয়ারী সন্ধ্যে ৬টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আড়ম্বর পূর্ণ আইনজীবি সমাবেশের মাধ্যমে দেয়া সংবর্ধনার জবাবে বক্তব্য রাখতে গিয়ে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বড় ব্যাবধানে অর্জিত এ বিজয় ব্যক্তি রেজাউল করিমের নয়। এ বিজয় মুক্তিযুদ্ধের চেতনার বিজয়, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির বিজয়। বীর প্রসবিনী চট্টগ্রাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারত উপমহাদেশকে সাহস ও বীরত্বের পথ দেখিয়েছে।
বাংলার স্বাধীকার আন্দোলন, গণতন্ত্র ও মহান মুক্তিযুদ্ধেও রয়েছে চট্টগ্রামের অগ্রনী ভূমিকা। ঐতিহাসিক ছয় দফার পক্ষে জনমত গঠন ও স্বাধীনতার এক দফা আন্দোলনে সারা দেশের আন্দোলনকে জাগিয়ে দিয়েছিল এই বীর চট্টগ্রাম।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ইতিহাসে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করে বিজয় অর্জনটাকে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শ্রেণী পেশার মানুষ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল বলেই, বিরাট ব্যবধান রেখে বিজয় সম্ভব হয়েছে। বলার অপেক্ষা রাখেনা, এ বিজয়ে আওয়ামী আইনজীবিদেরও রয়েছে অসামান্য অবদান। আমি সকলের কাছে কৃতজ্ঞ। চট্টগ্রাম মহানগরের মানুষের সেবার চাহিদা পূরণে নিরলস কাজ করে আমি মানুষের এ আস্থার প্রতিদান দিতে চাই।
এ চট্টগ্রাম কেবল একজন মেয়রের নয়। নগরীতে বসবাসকারী সকলের রয়েছে নগরীকে পরিস্কার, পরিচ্ছন্ন ও পরিপাটি করে সাজিয়ে রাখা। মেয়র সকলের প্রচেষ্টাকে সমম্বয় করে চুড়ান্ত কার্যটি সম্পন্ন করে সেবা নিশ্চিত করতে পারে।নগরীর উন্নয়নে, নগরীর মানুষের আধুনিক সেবা নিশ্চিত করতে, একটি নিরাপদ, সুন্দর ও শান্তিপূর্ণ নগর গড়তে প্রয়োজনীয় উদ্দ্যোগ গ্রহন ও বাস্তবায়নে যার যার অবস্থান থেকে মতামত, পরামর্শ দিয়ে সকল পেশাজীবি সংগঠনগুলোকে পাশে পাব বলে আশা রাখছি।
এসময় তিনি আগামী ১০ তারিখ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বার এর নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী আওয়ামী আইনজীবি পরিষদ সমর্থিত প্যানেলকে বিজয়ী করতে আইনজীবিদের প্রতি আহ্বান জানান তিনি।
এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান,এডভোকেট সুনীল সরকার, এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, এডভোকেট জিয়া উদ্দিনসহ অসংখ্য আইনজীবি এ সময় সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply