বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৫১ অপরাহ্ন
চাটগাঁ সময়: চট্টগ্রাম মহানগরীতে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই-চট্টগ্রাম।
ভোক্তাসাধারণ যাতে মানসম্মত খাদ্য ও ভোগ্যপণ্য সঠিকমান ও সঠিক পরিমাপে সংগ্রহ করতে পারেন সে লক্ষ্যে বিএসটিআই নিয়মিত সার্ভিল্যান্স টিম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ উৎপাদনকারী, সরবরাহকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে।
এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারী মঙ্গলবার বিএসটিআই চট্টগ্রাম কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনার মাধ্যম চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ডাবলমুরিং থানা এলাকায় অবস্থিত মেসার্স কে বেকারী, মেসার্স ফিরোজা ষ্টোর (ফল দোকান), মেসার্স নিউ সিসাইড ফুড সেন্টার, মেসার্স দেশীয় ফল বিতান, মেসার্স ফাল্গুনী ফ্রুটস এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোর ও মেসার্স নিউ জমজম ষ্টোর, এক্সেস রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানকে বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত ওজনযন্ত্র ব্যবহার করায় এবং মেসার্স বেলবন্ড ও মেসার্স দি টপ টেন, সিংগাপুর ব্যাংকক মার্কেট, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠান ০২ টিমেট্রিক পদ্ধতির অনুসরণ ব্যতীত ভিন্ন পরিমাপন (গজ কাঠি) ব্যবহার করায় ‘ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ও মেসার্স গোল্ডেন আই, সিংগাপুর ব্যাংকক মার্কেট নামীয় প্রতিষ্ঠান টির বিরুদ্ধে বিএসটিআই’র ছাড়পত্র বিহীন স্কিনক্রিম বিক্রয়, বিতরণ ও সংরক্ষণ করার অপরাধে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী ০১ টি মামলাসহ সর্বমোট ০৯ (নয়) টি নিয়মিত দায়ের করা হয়েছে।
বিএসটিআই’র এরূপ অভিযান অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
Leave a Reply