বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৫:১০ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। প্রতিদিন এ রোগে মৃত্যুর সংখ্যার তালিকা লম্বা হচ্ছে। পুরো পৃথিবী জুড়ে আতঙ্কসহ মৃত্যুর মিছিলে পরিণত করেছে।
এদিকে আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, ততই একাধিক নতুন উপসর্গের দেখা মিলছে। প্রতিদিনই শোনা যায় করোনার এক একটি লক্ষণ। বিভিন্ন রূপে বিভিন্ন রকমের শরীরে লক্ষণ অনুভূতির কথা জানা যায়।
শুধু আপনার হয়তো জ্বর-সর্দি-কাশি জ্বর নেই, তবে সারাদিন শরীরে ক্লান্তি ও অবসন্ন ভাব রয়েছে। এমন হলে অনেক সময় মনে হয় ঘুম ভালো হয়নি। আসলেই কী তাই? এসব রোগীর ক্ষেত্রে পরীক্ষা করে দেখা গেছে, এই উপসর্গগুলো করোনা ভাইরাসের।
বিজ্ঞাপন : করোনা থেকে সুরক্ষা পেতে এটা আপনার দরকার হতে পারে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন :
শরীরে ম্যাজ ম্যাজে ভাব থাকলে জ্বর, গায়ে ও হাত পায়ে ব্যথা নেই। সোয়াব টেস্টের পর দেখা গেল তাদের করোনা পজিটিভ এসেছে। করোনার এসব উপসর্গই নতুন করে ভাবাচ্ছে চিকিৎসকদের।
মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সেন্টার্স ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) করোনা সংক্রমণের নতুন আরও কয়েকটি উপসর্গ তালিকাভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে– পেশির যন্ত্রণা ও মাথাব্যথার উপসর্গ। এ সময় ঘুম থেকে সহজে উঠতে ইচ্ছে করে না। এর মধ্যেও লুকিয়ে থাকতে পারে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা! সিডিসির সঙ্গে যুক্ত মার্কিন বিশেষজ্ঞরা এমনটিই মনে করছেন।
করোনা প্রকোপ থেকে পুরোপুরি মুক্তি পেতে এখনও অনেক দিন অপেক্ষা করতে হবে। সম্প্রতি এমনটিই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস। সামান্য এসব উপসর্গ বা উপসর্গ ছাড়াই করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে। ফলে চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদেরও।
Leave a Reply