বুধবার, ০৩ মার্চ ২০২১, ০১:৪১ অপরাহ্ন
এস.ডি.জীবনঃ চট্টগ্রামে করোনাকালে মানুষের সেবায় বিভিন্নভাবে যুক্ত থাকার স্বীকৃতি পেলেন ১৫ জন করোনাযোদ্ধা। সেই সময়ের অবদানকে স্মরণ করে তাদের হাতে সম্মাননা পদক তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে নগরের হোটেল পেনিনসুলায় গ্র্যান্ড লাইফ এক্সপো-২০২১ ও কোভিড হিরোস সম্মাননা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সমাজে ত্যাগী মানুষ আছে বলেই মানবতার মমার্থ বিদ্যমান আছে। তাই ত্যাগী মানুষরাই সমাজের মঙ্গলালোক জ্বালিয়ে রাখেন। একাত্তরে ত্যাগী মানুষের কারণে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়। করোনাযুদ্ধেও ত্যাগী কিছু মানুষ ছিলেন বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এরা জাতির সম্পদ।
এ সময় কোভিড হিরো সম্মাননাপ্রাপ্তদের মধ্যে একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, অ্যাডভোকেট রেহানা বেগম রানু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, মেট্রোপলিটন পুলিশের এডিসি শাহ আবদুর রব, আজাহার মাহমুদ, বখতেয়ার উদ্দীন, ওসি মো. মহসীন, মঞ্জুর আলম, ডা. মোহাম্মদ মাসুদ প্রমুখ বক্তব্য দেন।
Leave a Reply