শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:০০ অপরাহ্ন
চাটগাঁ সময়: আজকাল প্রায় সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ছবি দেখা যায়! কিন্তু, আদৌ সেই ছবিগুলো কেন টাঙ্গিয়ে দেওয়া হয়, তার প্রকৃত উত্তর পাওয়া যায়নি।
অনেকে বলতে পারেন, সম্মান প্রদর্শনের জন্য! হ্যাঁ এটা সত্যি যে, সরকারি প্রতিষ্ঠানে ছবি দু’টো রাখতে হয়। কিন্তু, বেসরকারি প্রতিষ্ঠান, পার্সোনাল অফিস, ব্যবসার অফিস, অমোক নেতার অফিস, বিভিন্ন ক্লাব ইত্যাদিতে এগুলো টাঙ্গিয়ে দেওয়ার পিছনে যৌক্তিক কারণ কি, তার সুরাহা দরকার!
আজকে এই কথা বলার পিছনে কারণ হচ্ছে, কয়েকদিন আগে যে যুবলীগ নেতা জি.কে শামীম আটক হলো, যার কার্যালয় থেকে বিপুল পরিমাণ মাদক, লাইসেন্স বিহীন অস্ত্র, নগদ ১ কোটি ৮০ লাখ ও ১৬৫ কোটি টাকার এফডিআর কাগজপত্র ধরা পড়েছে, তার অফিস কক্ষেও কিন্তু বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গানো ছিলো!
এখন একটু ভেবে দেখেন, সেই ছবি কি সম্মান প্রদর্শনের জন্য রাখা হয়েছিলো নাকি পু্ঁজি করার উদ্দেশ্যে? যদি সম্মানের জন্য রাখা হতো, তাহলে সেখানে অপকর্ম কেন করা হয়েছিলো? শুধু তাই নয়, এইরকম শত-শত পার্সোনাল অফিস কক্ষ আছে, যেখানে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গিয়ে প্রতিনিয়ত অপকর্ম ও দুর্নীতি করে চলছে।
আর একটা ধারণা বেশ প্রচলিত যে, প্রশাসনের হাত থেকে বাঁচার জন্যই নাকি ছবি দু’টো রাখা হয়! যা খুবই নিন্দনীয়! এইরকম আশেপাশে নিজেকে অপরাধ থেকে আড়াল করার জন্য বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি কে পুঁজি করে চলছে কিছু লোক। পরে ধরা পড়লে শুধু একটি রাজনৈতিক দলকে অপমান করেনা বরং পুরা বাঙ্গালী জাতি কে অপমান করা হয়! কারণ, ওখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছিলো।
অতএব, ছবি রাখা মানেই সম্মান প্রদর্শন নয়, সম্মান অন্তস্তল থেকে আসতে হয়! সুতরাং, ছবি কে পুঁজি করা বন্ধ করা বন্ধ করুন।
শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন এর ফেইসবুক থেকে নেওয়া ।
Leave a Reply