শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: আগেই শোনা গিয়েছিল চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের পক্ষ থেকে বয়কট করা হতে পারে অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে। এবার আনুষ্ঠানিকভাবে তাকে বয়কটের ঘোষণা দিয়েছেন সংগঠনগুলো।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব হলরুমে ‘চলচ্চিত্র শিল্প রক্ষার লক্ষ্যে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতারা।
সেসময় পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, জায়েদ খানকে নিয়ে অনেকের বহু অভিযোগ। তার বিরুদ্ধে প্রযোজক ও পরিচালকদের সম্মান না দিয়ে, তাদের হেয় করে কথা বলার অভিযোগ রয়েছে। শুধু প্রযোজক ও পরিচালকই নয়, অনেক শিল্পীকেও তিনি নানা ভাবে অপমান ও হয়রানি করেছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। একজন শিল্পীর কাছ থেকে এটা মোটেও কাম্য নয়। তাই আমরা ১৮টি সংগঠন একত্রিত হয়ে জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, প্রযোজক ফিরোজ শাহি, মোহাম্মদ ইকবাল, শামসুল হক এবং অভিনেতা ওমর সানীসহ অনেকে।
বিস্তারিত ওয়েবসাইটে দেখুন…
Leave a Reply