শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৫:১৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্যবিধি মেনে চলার পরও করোনা থেকে রক্ষা হচ্ছেনা আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালার। গত মাসে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার তিন দিনের মাথায় আবার করোনায় আক্রান্ত হন দিবালা ও তাঁর বান্ধবী। দ্রুত ১৫ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে চলে যান দুজনেই। এরপর করোনা থেকে সুস্থ হয়ে উঠতেই আবার করোনা আক্রান্ত হলেন তিনি। স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতোর খবর অনুযায়ী, গত ৪ সপ্তাহে চারবার দিবালার করোনা টেস্ট করা হয়েছে। প্রতিবারই পরীক্ষায় পজিটিভ এসেছে।
এ ব্যাপারে দিবালার বন্ধবী ওরিয়েলা সাবাতিনি বলেন, ‘আমি জানি না, এটা কীভাবে কাজ করে। আমি জানি না, এর আগে নেগেটিভ কেন এলো এবং এখন কেন-ই বা পজিটিভ! আমার মনে হয়, আমি শুনেছি, করোনাভাইরাসে আক্রান্ত হলে টেস্ট করালে ভুল নেগেটিভ ফল আসতে পারে। তাই শতভাগ নিশ্চিত হতে আরো একটি পরীক্ষা করা উচিত। আর এতে এটা প্রমাণ হয় যে, ভাইরাসটি সম্পর্কে আমরা কতটা কম জানি। আগে ভেবেছিলাম, আমরা দিবালার সতীর্থ ড্যানিয়েলে রুগানির মাধ্যমে আক্রান্ত হয়েছি। কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারছি না। ১৫ দিনের কোয়ারেন্টিন শেষ করার পর এই ভাইরাসের আর থাকার কথা না।’
এর আগে এক বিবৃতিতে দিবালা জানিয়েছিলেন তিনি কীভাবে এ ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন এবং শ্বাসকষ্টের সমস্যা কতটা তাকে ভোগাচ্ছে। সেখানে তিনি এও জানিয়েছিলেন, তার বান্ধবী আগের চেয়ে সুস্থবোধ করলেও নিজের সমস্যা দূর হয়নি তখনও।
Leave a Reply